শিরোপা নির্ধারনী লড়াইয়ে আগে ব্যাটিং করে ১৯৮ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ ভারতের মতো শক্ত দল বলে এই সংগ্রহকে খুব বেশি নিরাপদ মনে হচ্ছিল না। কিন্তু পরে বাংলাদেশি যুবারা বোলিং করলেন তাক লাগানো। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এই বাংলাদেশই শেষ পর্যন্ত এশিয়ার সেরা।
যুব এশিয়া কাপের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৫৯ রানের জয় নিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশের তরুণরা। গত বছরও শিরোপা জিতেছিলেন জুনিয়র টাইগাররা। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে একের অধিক যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ।
গত বছর ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ, এবার হারাল ফাইনালে। শক্তিশালী ভারত এই টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে।
এবারের যুব এশিয়া কাপটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের পুঁজি নিয়ে ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে শুরুতেই উইকেট তুলে নিতে হতো বাংলাদেশকে। বাংলাদেশি যুবারা সেটা পেরেছেনও।
ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট এনে দেন আল ফাহাদ। দলীয় ২৪ রানের মাথায় সবচেয়ে বড় হুমকি ভৈরব সূর্যবংশীকে ফেরান মারুফ মৃধা। ৪৪ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর কেপি কার্তিকেয়াকে নিয়ে ভারতকে টানছিনে অধিনায়ক মোহাম্মদ আমান। আমান অবশ্য ইনিংসের শেষভাগ পর্যন্ত লড়েছেন। কিন্তু অপরপ্রান্ত থেকে টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।
৪৩ বলে ২১ রান করা কার্তিকেয়াকে উইকেটের পেছনে ক্যাচ বানান ইকবাল হোসেন ইমন। এর আগে ৩৫ বলে ২০ রান করা সিদ্ধার্থকে ফিরিয়েছেন রিজান হোসেন। ৩ উইকেটে ৭৩ রান তোলা ভারত শেষ ৭ উইকেট হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে।