লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা ও বিভিন্ন মামলার আসামি সহ মোট ১০ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
জানাযায় লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলাস্থ লালমনিরহাট সদর থানা পুলিশ, কালীগঞ্জ থানা এবং কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সর্বমোট ৪৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা এবং বিভিন্ন মামলার আসামি সর্বমোট ১০ জন কে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলার আসামি ও অন্যান্য মামলার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয় এই প্রতিনিধিকে বলেন মাদক বিরোধী অভিযান চ্যালেঞ্জিং হিসেবে নেওয়া হয়েছে ,সেই সাথে লালমনিরহাট জেলায় পুলিশ কর্তৃক মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান।