তারাকান্দায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায়,বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি ও অন্যান্য মানবাধিকার কমিটির আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটির সভাপতি ড. প্রফেসর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিব তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক,মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি কার্যকরী সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল,সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈষম বিরোধী আন্দোলনে আহতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।