মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

নিজের সন্তানকে হ*ত্যা করে যা করলেন বাবা

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখা হয়েছে :

নিজের সন্তানকে হত্যা করে যা করলেন বাবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ (৬) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানসিক বিকারগ্রস্ত এক বাবা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯টার দিকে ঘাতক বাবার দেয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের জল্লা থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।

ঘাতক বাবার উদ্ধৃতি দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজান জানান, ঘাতক বাবা জোবায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে লালনপালন ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে বোঝা মনে হওয়ায় গেল সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা বলেন।

তিনি জানান, খবর শুনে তাৎক্ষণিক ভূলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দিলে, ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal