লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩১০ বোতল ফেন্সিডিল’সহ মোট ৩ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।লালমনিরহাট জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক গতকাল রাতে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক কালীগঞ্জ থানাধীন গোড়ল এবং চাপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৩১০ বোতল ফেন্সিডিল’সহ মোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আইনি প্রক্রিয়া শেষে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এই প্রতিনিধি কে বলেন মাদক উদ্ধারের জন্য জেলা পুলিশ কর্তৃক বিশেষ টিম দ্বারা মাদক উদ্ধারের অভিযান চলমান থাকবে ।