মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ পালালেন স্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ দেখা হয়েছে :

প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ পালালেন স্ত্রী

মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর নগদ প্রায় ৩২ লাখ টাকা, ছয় ভরি সাত আনা ওজনের স্বর্ণের হার, চেইন ও আংটি নিয়ে পালিয়েছে তার স্ত্রী। এ ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন ওই নারী।

বুধবার (১১ ডিসেম্বর) সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া প্রবাসী ওই স্বামীর নাম নাসির হাওলাদার। তিনি আব্দুর জব্বার হাওলাদারের ছেলে। এ ঘটনায় সদর থানায় স্ত্রী তানিয়া আক্তারসহ শ্বশুর-শাশুড়ি এবং শ্যালককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নাসির হাওলাদার। ঘটনায় বেশ কয়েকদিন ধরে নয় বছর বয়সী ছেলেসহ পালিয়ে রয়েছেন তানিয়া আক্তার।

ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রবাসে ছিলেন নাসির হাওলাদার। এসময় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই সকল টাকা পাঠিয়েছেন নাসির। সম্প্রতি দেশে ফিরে এসেছেন। স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্য হয় স্বামী-স্ত্রীর মাঝে। এরই সূত্র ধরে গত ১১ ডিসেম্বর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলেসহ বাড়ি থেকে পালিয়ে যান তানিয়া। তানিয়া আক্তারে ফোন বন্ধ আছে এখনো। তবে শ্বশুর বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং সেইখানে যায়নি বলে দাবি করেন।

ভুক্তভোগী প্রবাসী নাসির হাওলাদার বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে প্রবাসে থাকা অবস্থায় সমস্ত টাকা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। সাম্প্রতি আমি দেশে এসে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে আমার স্ত্রী। গত ১১ তারিখে ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমার নগদ ও ব্যাংকে থাকা সব টাকা আত্মসাৎ করেছে। এমনকি আমার ছেলেটিকেও নিয়ে গেছে।

নাসিরের আরেক প্রবাসী ভাই বলেন, আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। আমার ভাই আসার পর ব্যাংকে জমা টাকা উঠাতে চাইলে মনোমালিন্য হয়। এরপরই বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। এরপর তাদের বাসায় একাধিকবার যোগাযোগ করলেও বউ ও ভাতিজার সন্ধান চাইলে নিখোঁজ রয়েছে বলে জানায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসীর সাথে প্রতারণার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal