সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

ত্রিশালে চেয়ারম্যান আজিজের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ দেখা হয়েছে :

ত্রিশালে চেয়ারম্যান আজিজের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ দায়ের

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান মো. আব্দুল আজিজ এর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে পরিষদের সকল ইউপি সদস্যগণ।

বুধবার (১১ডিসেম্বর) সকালে অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ ও ইউপি সদস্যদগণ সূত্রে জানাযায়, চেয়াম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজ বিগত (৩) তিন বছর যাবৎ দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নৌকা প্রতিকে নির্বাচিত হয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম করে আসছে। রেজুলেশন বিহীন ভূমি উন্নয়ন কর, ১%, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় ফি, ট্রেড লাইন্সেস ফি, ওয়ারিশান সনদের ফি, গ্রাম্য আদালত ফি, জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন ফি। জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউপি সচিব পরিচালনা করার কথা থাকলেও চেয়ারম্যান তার নিজস্ব লোক দ্বারা জন্ম ও মৃত নিবন্ধন অতিরিক্ত ফি আদায় করে অর্থ আত্মস্বাৎ করেন। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ জনসংখ্যা হারে বন্টন না করে একক ভাবে ইউপি সদস্য/সদস্যাবৃন্দের মতামত না নিয়ে কাজের মাধ্যমে অনিয়ম কর আসছে। সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক বেষ্টনী ও উন্নয়ন কর্মকান্ড অনিয়ম করে বর্তমান চেয়ারম্যান আবু নোমান মো. আব্দুল আজিজ ইউনিয়ন পরিষদ পরিচালনা সহ প্রতিটা পদে পদে অনিয়ম দূর্নীতি করে আসছে।

সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দগণ চেয়াম্যান এর সাথে বার বার কথা বলেও কোন সুরাহা পায়নি। তিনি তার নিজের ইচ্ছা মত ও অনৈতিকভাবে ইউনিয়ন পরিষদের সরকারী অর্থ বিভিন্ন ভাবে আত্মসাৎ করিয়া আসছে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, চেয়ারম্যান বিগত ৫/৬ মাস যাবৎ কোন প্রকার মাসিক সভা ও সাধারণ সভা করেন নাই। এমতাবস্থায় সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal