মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ দেখা হয়েছে :

‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে’

‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে’ সংবলিত লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রিনে ভেসে উঠেছে। এ ঘটনায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলাম হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশমুখে ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রচারণা চালানো হয়। এটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এমন প্রচারণার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেন এবং মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টার দিকে ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন, প্রতিনিধি সাজেদুল ইসলাম বাপ্পি, মো. নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমানসহ শিক্ষার্থীরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান বলেন, রেলস্টেশনের ঘটনায় আসলামকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন বলেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসররা এখনও সক্রিয় রয়েছে, এটাই তার প্রমাণ। তারা দেশের মধ্যে একটি অশান্তি সৃষ্টির জন্য এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার ফিরবে এমন একটি লেখা স্টেশনের ডিজিটাল স্ক্রিনে প্রচার হচ্ছে খবর পাওয়া মাত্রই রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। আসলাম এটি কন্ট্রোল করেছিল, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনা ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেলস্টেশন ঘেরাও করেন। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশে সোপর্দ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal