ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রামের অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ,হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম,বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া,ফজলুল কবীর চৌধুরী,বিএনপির নেতা সাইফুল ইসলাম ফরাজি,হরিরামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইচ এম শাহজাহান মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাকিব আল হাসান প্রমূখ।