মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

রোডম্যাপ জানতে চাইলে অস্বস্তি হয় উপদেষ্টাদের-তারেক রহমান

ইসমাইল হোসেন, ঢাকা
  • প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ দেখা হয়েছে :

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের সবকিছু বাস্তবায়নের পথ সুগমের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে, ততদিন কবে নির্বাচন হবে তা জনগণের জানার অধিকার আছে। ডেঙ্গুতে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের জন্য নাজেহাল মানুষ। এ জন্য সংস্কার আগে না সংসার আগে―এ প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে মানুষের কাছে। তাই সংস্কারে বিলম্ব যেন কষ্ট না দেয় মানুষকে, সেই পথে এগোনো প্রয়োজন বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, আমি মনে করি জবাবদিহিমূলক সংসদ কার্যকর থাকলে সুশাসন থাকবে দেশে। কেউ স্বৈরাচার হতে চাইলে তার সামনে কোনো বিধান বাধা হতে পারে না। এ জন্য রাষ্ট্র ফ্যাসিসমুক্ত রাখতে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এ সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে অস্বস্তি দেখা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায়, কিন্তু সেসব জনআকাঙ্ক্ষাবিরোধী। যা জাতির জন্য চিন্তার বিষয়। প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার শিগগিরিই নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনমুখী করবে জনগণকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় দলের নেতাকর্মীদের জনগণের কাছে বিশ্বস্ত সঙ্গী হওয়ার আহ্বান জানান। বলেন, সরকারের ভাবতে হবে তারা নিজেদের সফল দেখতে চায় কিনা। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা। সব নেতাকর্মীকে বলতে চাই, নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। এ জন্য আপনারা জনগণকে সঙ্গে রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal