১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বুড়ির বাজার সৃতিসৌধে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন সহ সহকারী বিভিন্ন দপ্তর ও বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখা নেতৃবৃন্দ একযোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রওনাতুল জান্নাত, অফিসার ইনচার্জ আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সমবার কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং d বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়া সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ পুষ্পমালা অর্পনের শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।