মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিসি নির্দেশে ফার্মেসিতে মোবাইল কোর্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রস্তাব সমর্থনযোগ্য: ড. জিয়া হায়দার “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না:-ধর্ম উপদেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি মেঘনা আলমের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ ময়মনসিংহের ডিসির হালুয়াঘাট পরিদর্শন ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও’র উদ্বোধন

টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন

ইসমাইল হোসেন, ঢাকা
  • আপডেট সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন

টঙ্গীতে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেলে র‍্যাব ৩ নিরাপত্তা জোরদার করেছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা সকাল পর্যন্ত চলমান ছিল।

নিহতেরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন আ. রউফ (৫৫), মজিবুর রহমান (৫৮), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪), ফয়সাল (২৮), তরিকুল (৪২), এবং আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাদপন্থিরা রাত ৩টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন দিক দিয়ে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতরে থাকা জুবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে সাদপন্থিরাও হামলা চালায়।

সংঘর্ষের একপর্যায়ে সাদপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশ করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে ইজতেমা মাঠে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সাদপন্থীদের প্রভাবশালী মুরুব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় দাবি করেছেন, আমরা ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছি। জুবায়েরপন্থিদের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনজন নিহত এবং অসংখ্য আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD