মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

রাজবাড়ীর পাংশায় অ*স্ত্র ও ক*কটেলসহ ২ চর*মপন্থি গ্রেপ্তার

এম মনিরূজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ দেখা হয়েছে :

রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও ১৩টি ককটেলসহ ২ চরমপন্থি সস্রাসীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে প্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো: অনাথ আলীর ছেলে কাজল (২৮) ও তার সহযোগী একই এলাকার মোস্তফার ছেলে রানা আহম্মেদ (২২)। তারা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি  গ্রুপের সক্রিয় সদস্য।

এ তথ্য নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী কাজল ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, একটি মোবাইল ফোন ও ১৩টি  তাজা  ককটেল উদ্ধার করা হয়।  কাজল দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এলাকায় তাকে সন্ত্রাসী চরমপন্থি  কাজল নামেই সকলে জানে। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সন্ত্রাসী কাজল অস্ত্র প্রদর্শন করে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজী করতো।  এলাকার মানুষ তাকে সন্ত্রাসী হিসেবেই চেনে।  ইতিপূর্বে তার নামে থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারি মামলা রয়েছে। এখন পর্যন্ত ১১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১১। আসামীদরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে   জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ডের আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal