মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিসি নির্দেশে ফার্মেসিতে মোবাইল কোর্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রস্তাব সমর্থনযোগ্য: ড. জিয়া হায়দার “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না:-ধর্ম উপদেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি মেঘনা আলমের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ ময়মনসিংহের ডিসির হালুয়াঘাট পরিদর্শন ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও’র উদ্বোধন

বড়দিন উদযাপনের জন্য সবাইকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস-ডিআইজি মহোদয়

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

আসন্ন বড়দিন উপলক্ষে ময়মনসিংহের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি মহোদয়। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর,২০২৪ খ্রি.) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘‘ বড়দিন – ২০২৪’’ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে-লক্ষ্যে জেলা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ আগত নেতৃবৃন্দের সাথে প্রাসঙ্গিক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডিআইজি মহোদয়। এসময় ডিআইজি মহোদয় বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ আপনাদের পাশে রয়েছে। তিনি সবাইকে নির্বিঘ্নে বড়দিন উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।এ সময় ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে আসন্ন বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন-২০২৪’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রায়হানুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)[পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব ফাল্গুনী নন্দী; জেলার সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ ময়মনসিংহ জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ, ট্রাইব্যাল এসোসিয়েশন এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD