মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভুমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪ ঘটিকায় সময় আদিতমারী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নুর ই- আলম সিদ্দিকী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা ফজলে এলাহি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ।প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন। ভূমি উন্নয়ন কর, ই-নামজারি,স্মার্ট ভূমি সেবা খতিয়ান ম্যাপ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসে এই সেবা চালু করা হয়েছে বলে রওজাতুন জান্নাত তিনি বলেন ১৬১২২ নাম্বারে কল করে ভূমি সেবা বা অভিযোগ জানাতে পারবেন বলে উল্লেখ করেন।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়া সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন সাধারণ সম্পাদক সুলতান হোসেন সহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।