রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে চৌরাই ৭ ব্যারেল ডিজেলসহ (জ্বালানি) চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন। পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া ৭ ব্যারেলের প্রতিটিতে ২০০ লিটার করে মোট ১ হাজার ৪০০ লিটার ডিজেল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব তেল ড্রেজার কিংবা বাল্কহেড বা অন্য কোনো নৌযানের হয়ে থাকতে পারে।
গ্রেফতাররা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) ও নাছির সরদারের পাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার ব্যাপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী (৩২)।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার, ৭ ব্যারেল ডিজেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তারা তেল কেনার কোনো কাগজপত্র দেখাতে পারে নাই।