সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

যারা ভাবছেন দিন বদল হয়ে গেছে, পকেট ভারি করব তারা সাবধান হন, তওবা করেন’

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ দেখা হয়েছে :

যারা ভাবছেন দিন বদল হয়ে গেছে, পকেট ভারি করব তারা সাবধান হন, তওবা করেন’

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, এত বড় একটা বিপদ গেল, কত মানুষ প্রাণ দিল, তারপরও কিছু মানুষের স্বভাব পরিবর্তন হল না। একটা, দুটো ডেড বডি পড়লে একটা সমাজ বদলে যায়। আর হাজারের উপর আমাদের তাজা প্রাণ ঝড়ে গেছে। আমরা বোধহয় সংখ্যাটা সত্যিই ভুলে গেছি। যে জুলুম, নিপীড়নের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এটা কোনো একটা রেজিম পরিবর্তন করার জন্য নয়। সমাজ পরিবর্তন ও বৈষম্যকে পিষে ফেলার জন্য এ আন্দোলন হয়েছিল। অমুক আজকে চেয়ারে বসে আছেন, উনি চলে যাওয়ার পরে আমি বসব। আগে উনি চেয়ারে বসে অন্যায় করে সুবিধা নিত, এখন আমি সুবিধা নেব। সেটার জন্য এই আন্দোলন হয়নি। যারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন, তারা সাবধান হয়ে যান, তওবা করেন। যারা মনে করছেন দিন বদল হয়ে গেছে, এখন পকেট ভারি করব। জঘন্য চিন্তা, এখনও এসব ভুলে যান।

শনিবার দুপুরে বৈষম্য মুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, এত মূল্য দেওয়ার পরেও যদি আমরা সমাজকে পরিবর্তন করতে না পারি, ন্যায়ের দিকে যেতে না পারি, সকল বৈষম্যকে পদদলিত করে সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীরা পেয়ে বসবে। এজন্য সবাইকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বাগেরহাট কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে আরও বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মাধবকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাটের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামায়াত নেতা মনজুরুল হক লা ও পৌরসভার ইমামগণ অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal