গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার (২২ ডিসেম্বর) জেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন বোতাম তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল থাকায় কিছুক্ষণ পর পর বিকট শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে এলাকা।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, জেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন বোতাম তৈরির কারখানায় দুপুর ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ট্রাফিক আইনে রাজধানীতে ১২৪১ মামলাট্রাফিক আইনে রাজধানীতে ১২৪১ মামলা অ্যাম্বুলেন্স– ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেলো কৃষি কর্মকর্তারঅ্যাম্বুলেন্স –ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এদিকে ওই কারখানার আশপাশে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে।