যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ
নাশকতার পৃথক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এছাড়াও মামলার অন্যান্য আসামিরা দ্রুত আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
রোববার দুপুরে ১৬৭ জন আত্নসমর্পণের পর আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন যশোর সদরের ২০, অভয়নগরে ১১৫ ও কেশবপুরের ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ঢালাওভাবে মামলা ও গণগ্রেপ্তারের প্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য নেতাকর্মী এভাবেই আত্মসর্ম্পণ করবেন।