মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ মাদ্রাসা ছাত্র আর নেই

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ মাদ্রাসা ছাত্র আর নেই

শহীদ মো. আরাফাত (১২)। একজন মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ ও করেছিলেন। এরপর কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলায়। সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর আজ ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শহীদী মিছিলে যোগ দেন আমাদেরকে ছেড়ে।

ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তাঁর একটি কিডনিও নষ্ট হয়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এয়ার এ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার তারিখ নির্ধারিত ছিলো। তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশের অন্তে শহীদী মিছিলে তিনি যোগ দিয়েছেন।

“তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD