মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

বঞ্চিত ১১৯ জনকে সচিব ও ৪১ জনকে প্রথম গ্রেডে পদোন্নতির সুপারিশ করবে সরকার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া প্রায় শতাধিক সরকারি কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে অন্তর্বর্তী সরকার। এছাড়া আরও অনেক কর্মকর্তা প্রথম গ্রেডে পদোন্নতি পেতে পারেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘১১৯ জনকে সচিব পদে এবং ৪১ জনকে গ্রেড-১ কর্মকর্তায় পদোন্নতিসহ বিভিন্ন পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সরকারকে বছরে এককালীন ৪২ কোটি টাকা এবং পেনশন বাবদ চার কোটি টাকা ব্যয় করতে হতে পারে।’

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমস্যা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে এ প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD