মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, কয়েকশ’ হাতবোমা বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাঁশগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাঁশগাড়ি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিলো। এর জেরে শুক্রবার ভোরে সংঘর্ঘে জড়ায় দু’পক্ষ। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় কয়েকশ’ হাতবোমা। এছাড়া এ ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রশাসনের সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয়পক্ষের ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিরাজ চৌকিদার নামে আক্তার শিকদারের অনুসারী মারা যান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার ও তার ছেলেসহ তিনজন নিহত হয়।