লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩ ঘটিকায় পাটোয়ারীর হাট ইউনিয়নের খায়ের হাট বাজারের অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সম্মেলন।
পাটোয়ারীর হাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।প্রধান বক্তা লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াত নেতা আব্দুস সাত্তার সুমন, কমলনগর উপজেলার জামাতের আমির মাওলানা মুহাম্মদ আবুল খায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ডাক্তার নূর উদ্দিন, সবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ূন করির ও উপজেলা জামায়াত নেতা মোঃ কামাল হোসেন, সাইফুল্লাহ মুনির, বাহার হোসেন শিবির সভাপতি সাকিব হোসেন সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।