মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

দীর্ঘদিন ১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

দীর্ঘদিন ১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন

দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পর অর্থাৎ ১৪ বছর পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বর্তমানে পুরো ময়দান ভরে গেছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৮টায় এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রায় ১০ হাজার সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

এ ছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।

এ ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD