ময়মনসিংহের তারাকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বাতেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাসেম মাষ্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও শামীম তালুকদার,তারাকান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বাবুল,শিক্ষক নেতা আপ্তাব উদ্দিন,মোঃ দুলাল মিয়া,আবুল মুনসুর,মোঃ কামরুল হক,আব্দুস সালাম সরকার,আজিজুল হক ও মাদ্রাসা প্রিন্সিপাল,সুপার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতি করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) তারাকান্দা শাখার সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম সরকার।
অবসর জনিত কর্মকর্তা আবদুল বাতেনকে অনুষ্ঠানে শিক্ষক সমিতি ও শিক্ষক নেতারা পৃথক পৃথক ভাবে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেন।