খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অভিযানে দশ মাদক মামলার দুই মহিলা আসামী কে ৬০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর গভীর রাতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই এ,বি,এম তারেক হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌর বাজার মধুবন শো-রুমের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি মাদক মামলার আসামী মহিলা মাদক ব্যবসায়ী মুন্নি আক্তার (৪২), স্বামী- আজহার উদ্দিন @ মোঃ আজাদ, পিতা- মৃত আব্দুল খালেক @ মোশারফ হোসেন, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- বিশ্ব কলোনী, থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম এবং ০৩টি মাদক মামলার মহিলা মাদক ব্যবসায়ী প্রিয়া রানী মালাকার (৫০), স্বামী- রতন মালাকার, পিতা- মৃত হর মোহন মালাকার, সাং- কৈবল্যধাম, থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম দ্বয় কে ৬০ (ষাট) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।