দ্রুত নির্বাচনে না গিয়ে জুলাই আন্দোলন নিয়ে নতুন বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার পথে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে র্যালিপূর্ব এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল এই র্যালির আয়োজন করে। পরে বিপ্লব উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনের নামে নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে। আন্দোলন হাই্জ্যাক হতে বসেছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গেল বছরের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন। অতি দ্রুত নির্বাচনে না গিয়ে এই আন্দোলন নিয়ে এখন নতুন বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে তাদেরও শেখ হাসিনার পথে যেতে হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী যত দ্রুতসম্ভব নির্বাচন দেওয়ার দাবি করেন এবং এর বাইরে এখন আর কোনো কথা নেই বলেও জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।