তারাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১জানুয়ারী)বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
উপজেলা,কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহ এসে দক্ষিণ বাজারে একত্রিত হয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।