মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজিব গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজিব গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ তাকে গ্রেফতার করে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

হামলাকারীরা ককটেল-বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালান। এ সময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। গ্রেফতার ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD