ত্রিশালে মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
ময়মনসিংহের ত্রিশালে মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি -২০২৪ এর ফলাফল ঘোষণা , পুরস্কার বিতরণ,শীত বস্ত্র বিতরণ,শিক্ষা উপকরণ, শিক্ষা উপবৃত্তি,আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহবুুবুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সোহেল,চেয়ারম্যান,আল ইসলাম ট্রাস্ট,ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম জুয়েল।
৪ জানুয়ারি শনিবার সকালে বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. হ .ম এনামুল হক (লিটন )এর সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট রাজনৈতিক,শিক্ষানুরাগী ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।