বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ত্রিশালে সন্ত্রাসী সাগরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হান্নানের পরিবার ময়মনসিংহ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন’ নতুন বাংলাদেশের জন্য আমিরাতে ৬০ নবনির্বাচিত সিআইপির সংবর্ধনা অনুষ্ঠিত হবে দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হুমকি সচিবালয় গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খালেদা জিয়ার লন্ডন যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি

খালেদা জিয়ার লন্ডন যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২৯ দেখা হয়েছে :

অবশেষে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ বিমানে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। দলীয় প্রধানের বিদেশ যাত্রা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সম্বোধন করে রিজভী বলেন, মঙ্গলবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে তার গুলশান বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০টায় রয়েল কাতারি আমিরি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বিমানবন্দরে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যারনবাহন এবং পথচারীদের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে ফুটপাতের ওপর সুঙ্খল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চেয়ারপারসনকে বিদায় জানানোর নির্দেশ দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিতথ্রো বিমানবন্দরে জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার কথা। সেখানে তিনি ভিআইপি প্রটোকল পাবেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিক বলে একটা পুরোনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে। সেই হাসপাতালের এনএইচএসের অধীনের একটি হাসপাতালে তাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসাধীন থাকবেন চেয়ারপারসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal