বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:

খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন’

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৩ দেখা হয়েছে :

খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন’
উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার প্রাক্কালে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ত্যাগ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যাওয়ার সময় বেগম জিয়া গণমাধ্যমের মাধ্যমে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া তিনিও (খালেদা জিয়া) এই দোয়া করেছেন, আল্লাহ-তায়ালা যেন এই দেশ এবং দেশবাসীকে ভাল রাখেন, তাদের কল্যাণ করেন। বিএনপি চেয়ারপারসন আমাদেরকে এ-ও বলেছেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ধারণ করি।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়েছিল। এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা বার বার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অনুরোধ করেছিলাম, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথায় কর্ণপাত করেননি।

তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একইসঙ্গে আমরা আশা করছি, সুচিকিৎসা করে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal