মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

দুবাইয়ে নুরুন নবী রোশনকে সম্বর্ধনা প্রদান

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪৪ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

প্রবাসী হয়ে দেশে কম গিয়েও এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক দানবীর আলহাজ্ব নুরুন নবী রোশন। কারণ তিনি এলাকায় কম গেলেও সময় মত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। সমাধান করার চেষ্টা করেছেন। মানুষও তার কথা মনে রেখেছে। তাই ফটিকছড়ি নানুপুর ইউনিয়নে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা প্রবাসীরা তাকে অভিনন্দন জানাই। গতকাল রবিবার (৯ জুন) দুবাই ওয়েস্টার্ন পাল ক্রীক হোটেলে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক তাকে দেয়া সংবর্ধনায় বক্তারা এ কথা বলেন। দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি জসীম উদ্দীন পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব নুরুন নবী রোশন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, আরব আমিরাত আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌ: আবু হেনা চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মো: আমির হোসেন, সারজা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আরশাদ হোসেন হিরো, প্রকৌশলী মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রবাসী শাখার সাধারণ সম্পাদক হামিদ আলী প্রমুখ। বক্তব্য রাখেন মাসুদ ফারহান জুয়েল, শাহজাহান চৌধুরী, ইউএই যুবলীগের নেতা মোঃ মিজান,আরাফাত লিমন, ইয়াসিন আরাফাত, আবুল কালাম, মোঃ মনসুর, মোহাম্মদ বাপ্পি,মোহাম্মদ সবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal