মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গলে পড়েছিল শ্রমিকের মরদেহ

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪৪ দেখা হয়েছে :

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামকস্থান থেকে ১৩ই জুন (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে আবু মিয়া ( ৫৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে।
সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে আবু মিয়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোষ্টে ডিউটি শুরু করেন এবং সন্ধ্যা ৬টা পযর্ন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করলে পরবর্তীতে লাশ পাওয়া যায়।
ঘটনায় বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal