মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে “জিয়া জন্ম উৎসব” পালিত হয়।
আজ ২১ জানুয়ারি ২০২৫, পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে জিয়া জন্ম উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দু:স্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর জিয়া’ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা এবং স্থানীয় ও আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।