ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ত্রিশাল (বালক) ও ঈশ্বরগঞ্জ (বালিকা)চ্যাম্পিয়ন
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত,জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০২৪’এ চুড়ান্ত পর্বে বালক চ্যাম্পিয়ন দল ত্রিশাল (০২),বালিকা চ্যাম্পিয়ন দল ঈশ্বরগঞ্জ (০৫) বিজয়ী হয়।
বুধবার ২২ জানুয়ারি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রশাসক,শিক্ষা ও আইসিটি জনাব লুৎফুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা, বিভাগীয় উপ পরিচালক জনাব মোঃ জালাল উদ্দিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।