সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

তারেক রহমানের প্রতিনিধি হয়ে জাইমা রহমান যাবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে।

Reporter Name
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপির)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন তারেক রহমানের বড় মেয়ে জয়মা রহমান।বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তারেক রহমানের বাসায় অবস্থান করায় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না তারেক রহমানের। তবে নিজে যেতে না পারলেও মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে।

সূত্র জানায়,মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানায়,বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবো। একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যাওয়ার কথা রয়েছে।

 জাইমা রহমান অনুষ্ঠানে যোগ দিলে রাজনীতিতে প্রত্যাবর্তন করছেন বলেই ধরে নেয়া হবে।

 যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD