মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ১১টায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
পুনাক সভানেত্রী খাগড়াছড়ি শহরের হাসপাতাল রোডে (সদর থানার সামনে) স্থাপিত নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকা সহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন।
নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্রে নারীদের শাড়ি, থ্রি-পিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শো-পিস, বস্ত্র পণ্য, কসমেটিকস, বিভিন্ন ধরনের আচার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে। তাছাড়া এ স্টলে হাতের তৈরিকৃত ঘর সু-সজ্জিতকরনের বিভিন্ন জিনিসপত্র ও পাওয়া যাবে।
পুলিশ সুপার বলেন, বেকার ও ক্ষতিগ্রস্ত নারীদের সাহায্য করাই পুনাকের মূল লক্ষ্য। পুনাক একদিকে যেমন অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে অপর দিকে তেমনি পিছিয়ে পড়া নারী সমাজকে আত্ননির্ভরশীল হতে উদ্ভুদ্ধ করছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।