মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ হাজার ৩০০ কারাবন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজ্যের শাসক এসব বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক হাজার ১৩৮ জন কারাবন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার এসব বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশের পাশাপাশি তাদের জরিমানার অর্থ পরিশোধ করার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের এমন ঘোষণার পর বিভিন্ন কারাগারে বন্দি আরও ৬৮৬ জনকে মুক্তি দেয়ার নির্দেশ দেন দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষে শারজার কারাগার থেকে ৩৫২ জন বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন শারজাহ্ শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমি। এ ছাড়া ফুজাইরার গভর্নরও ৯৪ জন বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
আমিরাতে বিভিন্ন ধর্মীয় উৎসবের আগমুহূর্তে দেশের কারাগারে বন্দি কয়েদিদের মুক্তি দেয়ার প্রথা রয়েছেন। এসব অনুষ্ঠান এলেই নির্দিষ্ট সংখ্যক কয়েদির সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট ও প্রতিটা রাজ্যের শাসকরা। এর ফলে এসব বন্দি তাদের ভবিষ্যৎ নিয়ে আবারও চিন্তা-ভাবনা করার সুযোগ লাভ করেন। সমাজ ও পরিবারে পুনরায় সফলভাবে ইতিবাচক অবদান রাখতে পারেন।