মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

ঝিনাইদহে দুদরাজের দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৩৪ দেখা হয়েছে :

শফিউল আলম লুলু ঝিনাইদহ

ঝিনাইদহে একটি খামারে কোরবানী উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ২৭ মণ ওজনের গরু যার দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা। যার নাম দেওয়া হয়েছে “দুদরাজ”। ওজন আকৃতি ও সৌন্দর্যে নজর কেড়েছে সকলের। প্রতিদিন গরুটি দেখতে খামারে ভীড় করছে অনেকেই। দেশীয় পদ্ধতিতে লালনপালন করা হয়েছে গরুটি।

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের খামারী দুদু মন্ডল। সাড়ে তিন বছর আগে নিজের গোয়ালের একটি গাভী জন্ম দেয় ফ্রিজীয়ান জাতের এই গরুটি। তিন বছর বয়সী এই গরুটির বর্তমান ওজন ২৭ মণ। নিজের নামের সাথে মিল রেখে তিনি ষাড়টির নাম রেখেছেন “দুদরাজ”। সব সময় গরুটিকে সন্তানের মতো আগলে রেখেছেন দুদু মন্ডল। এবারের কোরবানীতে জেলার সব চেয়ে বড় গরু দুদরাজকে বিক্রি করতে চান তিনি। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেকেই গরুটিকে দেখতে আসছেন। অনেকে গরুটির ছবি ধারন করছে মোবাইল ফোনে। দেশীয় পদ্ধতিতে খড়, ভুষি, খৈল, ছোলা, কাচাঁ ঘাস খাওয়াইয়ে গরুটি বড় করা হয়েছে। গরুটি বাড়িতে জন্ম নেওয়ায় মালিকের দামের চাহিদাও বেশি না। ১০ লাখ টাকা হলেই বিক্রি করার আশা তার।

খামারি দুদু মন্ডল বলেন, আমি গরুটিকে সন্তানের মতো আগলে রেখেছি। আমার নিজের গোয়ালে পোষা গরু “দুদরাজ” এবারের কোরবানীতে জেলার সব চেয়ে বড় গরু বলে মনে করি।
এসিআই এনিমেল জেনেটিকস লিমিটেড’র সহকারী মার্কেটিং ম্যানেজার ডাঃ মনিরুজ্জামান মনির জানান, এসিআই এনিমেল জেনেটিকস’র পক্ষ থেকে গরুটিকে প্রথম থেকেই দেশীয় পদ্ধতিতে লালন পালনে তাকে সার্বিক সহযোগীতা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal