শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবারের মতো ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ঈদ-উল-আযহা’র নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা।
রবিবার (১৬জুন) সকাল ৮ টায় হরিণাকুন্ডু উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বোয়ালিয়া, কুলবাড়ীয়া, নারায়নকান্দি, শিঙ্গা, বৈঠাপাড়া, ফলসি, চটকাবাড়ীয়া, নিত্যানন্দপপুর, শিতলী, ভালকী ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা শরিক হন। এছাড়াও এখানে শৈলকুপা উপজেলার ভাটই এলাকার ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লিরা আসেন ঈদ-উল-আযহা’র নামাজ পড়তে। ইমামতি করেন ঈদ জামাত কমিটির সভাপতি বজলুর রহমান। সেসময় উপজেলার পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপপুরেও অনুরূপ ঈদ-উল-আযহা’র নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলার তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক মুসল্লিরা ঈদ-উল-আযহা’র নামাজ আদায় করেন।