মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিসি নির্দেশে ফার্মেসিতে মোবাইল কোর্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রস্তাব সমর্থনযোগ্য: ড. জিয়া হায়দার “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না:-ধর্ম উপদেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি মেঘনা আলমের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ ময়মনসিংহের ডিসির হালুয়াঘাট পরিদর্শন ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও’র উদ্বোধন

ত্রিশালে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ৬ জন আটক

ডেস্ক রির্পোট
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ০৬ সদস্য এবং ডাকাতির মালামাল গ্রহনকারী ০১ সদস্য গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ।
গত ২৯/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় রাজীব পরিবহনের একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট ২৪-৮২৫৬ এর ড্রাইভার জুয়েল মিয়া ও তার হেলপার আলম মিয়াসহ চট্টগ্রাম জেলাধীন মীরেশ্বরাই থানাধীন বারুইহাট বাজার হতে ১৫ (পনের) টন রড, যাহার মূল্য অনুমান ১৩,১৪,১৫০/- টাকা বোঝাই করে শেরপুর জেলার উদ্দেশ্যে রওনা করেন। উক্ত ট্রাকটি ৩০/০১/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪.৩০-০৪.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশালধীন ১০নং মঠবাড়ী ইউনিয়নের রায়মনি সাকিনস্থ মুন্সিবাড়ী এলাকার জনৈক সাইফুল মাস্টারের নির্মাণাধীন মার্কেটের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌঁছা মাত্রই একটি খালি ট্রাক দিয়ে রড বোঝাইকৃত ট্রাকটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামাতে বাধ্য করে। পরবর্তীতে খালি ট্রাক থেকে ০৬ জন অজ্ঞাতনামা ডাকাত ধারালো দা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে রড বোঝাইকৃত ট্রাকের কাছে এসে ড্রাইভার জুয়েলকে হাতে এবং মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে এবং হেলপার আলম মিয়াকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে রডভর্তি ট্রাক নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনা বিষয়ে ত্রিশাল থানা অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন,ভিকটিমদের জিজ্ঞাসাবাদ, পাশর্^বর্তী থানাসমুহে বেতার বার্তা প্রদান এবং টহলে নিয়োজিত পেট্রোলসমুহকে ডাকাতির বিষয়টি অবগত করে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। ব্যাপক পুলিশি তৎপরতার কারনে ভালুকা টু গফরগাও পাকা রাস্তার ধীতপুর বাওয়ারগ্রাম নামক স্থানে লুন্ঠিত ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন ৪১৫ কেজি রড রেখে ডাকাতদল পালিয়ে যায়। উক্ত ঘটনায় রাজীব পরিবহনের পক্ষে পরিবহনের ম্যানেজার মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে ত্রিশাল থানার মামলা নং-২০, তারিখ-৩০/০১/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করেন। ডিবির চৌকস আভিযানিক টিম গত ২২/০২/২০২৫ তারিখ হইতে ২৩/০২/২০২৫ তারিখ নারায়ণঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য ১। মোঃ শরীফ হোসেন (২৬), ২। মোঃ নাঈম আহম্মেদ (২২), ৩। মোঃ ইয়াসিন (২৪), ৪। মোঃ রাজন (২২), ৫। মোঃ হাসান (২১), ৬। মোঃ মামুন মিয়া (২২) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির পন্য গ্রহনকারী একজন দোকানদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দোকাদার ইদ্রিস আলী (৫০) ডাকাতির মালামাল জেনেও ক্রয় করেছেন মর্মে জানিয়েছেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদসহ অন্যান্য কার্যক্রম চলমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD