মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিসি নির্দেশে ফার্মেসিতে মোবাইল কোর্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রস্তাব সমর্থনযোগ্য: ড. জিয়া হায়দার “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না:-ধর্ম উপদেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি মেঘনা আলমের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ ময়মনসিংহের ডিসির হালুয়াঘাট পরিদর্শন ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও’র উদ্বোধন

বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এ রেঞ্জ ডিআইজি মহোদয়”

Reporter Name
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুরের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় উক্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ এবং সিন্ডিকেট সদস্য, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। জনাব নাদির শাহ, উপজেলা নির্বাহী অফিসার, মাদারগঞ্জ ও সভাপতি, ম্যানেজিং কমিটি, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব হাসানুজ্জামান তালুকদার (হীরা), সাবেক সভাপতি (ম্যানেজিং কমিটি) ও স্থায়ী দাতা সদস্য, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও সাবেক অতিরিক্ত কর কমিশনার, ঢাকা; জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব হাসান আল মামুন, অফিসার ইনচার্জ, মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর; জনাব মোঃ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদারগঞ্জ, জামালপুর; জনাব মোঃ জহুরুল ইসলাম ও জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান, বি.কম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ; জনাব খালেদ মাসুদ সোহেল তালুকদার, স্থায়ী দাতা সদস্য, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর; জনাব মোহাম্মদ শফিকুল হায়দার, একাডেমিক সুপারভাইজার, মাদারগঞ্জ, জামালপুর। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত মনোরম পরিবেশে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিগণ উক্ত স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ আবদুল হাই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD