মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত প্রতিনিধি
দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের অতি পরিচিত মুখ,নোয়াখালী সুদারাম থানার নিবাসী আলহাজ্ব মো: জহিরুল ইসলাম (৭৪) এ বছর পবিত্র হজ্জ পালন করতে গিয়ে বুধবার (১৯ জুন) দিবাগত রাত ৩.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাকে অনেক অসুস্থ ও মৃত প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করতে দেখা গেছে অনেকবার। তিনি ছিলেন হৃদয়বান ব্যক্তি ও মানবতার ফেরিওয়াল। অসহায় ও বিপদগ্রস্ত কর্মীদের সহযোগীতার জন্য ছুটে আসতেন তিনি। মরহুমের পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য প্রবাসী সবাই তার জন্য দোয়া করেন।
কমিউনিটির এই নেতার ইন্তেকালের খবর পেয়ে আমিরাত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদে আছর তার নামাজে জানাজা শেষে পবিত্র মক্কা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। সৌদি আরবে হজ্ব পালনে জহিরুল ইসলামের সাথে তার স্ত্রীও ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী দু ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে দেশ থেকে তার শ্যালক রেজাউল কবির জহিরুল ইসলামের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।