তজুমদ্দিনে আল-হুদা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসেরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আল-হুদা সমাজ কল্যাণ পরিষদ ভোলা এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘অপসংস্কৃতি নিপাত যাক, ইসলামী সংস্কৃতি মুক্তি পাক” এই স্লোগানকে সামনে রেখে এবং মুসলিম সমাজকে অপসংস্কৃতির বেড়াজাল থেকে যুব সমাজকে সুরক্ষিত রাখতে ২১ জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকা থেকে রাত ১১ টা পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা মুসলিম হিসেবে আমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। যেভাবে আমাদের যুব সমাজ অপসংস্কৃতির প্রভাবে খারাপ পথে অগ্রসর হয়। তার জন্য এটা বেশি প্রয়োজন। তাছাড়া যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের জন্য এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতি বছর যেভাবে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে নেওয়া যায়, তার জন্য আমি সার্বিক সহযোগিতা প্রদান করবো।
উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা মানছুর আহমাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোলা লাইভ নিউজ এর প্রকাশক ও সম্পাদক এইচ এম হাছনাইন।
উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন, ইসলামী কন্ঠশিল্পী আবু উবায়দা, কলরব শিল্পীগোষ্ঠীর ভোলা জেলার দুই ছেলে শরীফ মাহমুদ ও আহনাফ খালিদ, আল মদিনা শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসহাব উদ্দিন আল আজাদ এবং দ্বীপমোহনা শিল্পীগোষ্ঠীবৃন্দ।
সুস্থ বিনোদন নিয়ে উপস্থিত ছিলেন, বিনোদন বন্ধু খ্যাত ও পরিচিত মহিউদ্দিন হাসান খাঁন(খাঁন সাহেব)।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর সংগীতে দর্শক ভালোভাবে উপভোগ করেন।
উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল, সদস্যসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।