মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

মসজিদে ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৩ ভাইকে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

মসজিদে ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৩ ভাইকে কুপিয়ে হত্যা মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ তিন ভাইকে মসজিদ থেকে টেনে হেঁচড়ে বের করে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বালুর ব্যবসার দ্বন্দ্বে ৩ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।শনিবার (৮ মার্চ) খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মারা গেছেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদার। পলাশ মুজাম সরদারের ছেলে।

সূত্র জানায়,দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাজাহান মোল্লার সঙ্গে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাজাহানের লোকজন।

ঘটনা প্রকাশিত হলে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। এ ঘটনায় আহত আহত হন অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার।এলাকাবাসীর সূত্রে জানা যায়,খোয়াজপুরের শাজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা হয়নি।
মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা বলেন, বালু ব্যবসার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এরইমধ্যে অভিযান শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD