মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট ২(আদিতমারীওকালীগঞ্জ) উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ জুন) দিনব্যাপী আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি, জেলা আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এছাড়াও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক রফিকুল আলম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।