ধোবাউড়ায় ইফতার মাহফিলের আয়োজন করেন এমরান সালেহ প্রিন্স,বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা,আজ ৯ মার্চ ২০২৫, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, স্বাধীনতা পরবর্তীকালে আ.লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোন করে সংখ্যা গরিষ্ঠ মানুষের অনুভুতির প্রতি সন্মান জানিয়েছেন।
বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে। বিএনপি ধর্ম বান্ধব রাজনৈতিক দল। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারনকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাবার টিকিট বিক্রি করে না।
বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম ওলামাদের প্রতি আহবান জানান এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।