মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ভোলায় বিয়েতে গান-বাজনা,সাউন্ড বক্স ব্যবহার না করায় মসজিদ কমিটির উপহার প্রদান

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৪ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা কালুপুর গ্রামে বিয়েতে গান-বাজনা,সাউন্ড বক্স ব্যবহার না করায় মসজিদ কমিটির পক্ষে উপহার তুলে দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে।
২০জুন বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা কালুপুর গ্রামের জাকির হোসেন এর মেয়ে জাকিয়ার বিয়ের অনুষ্ঠান হয়। ২১জুন শুক্রবার একই এলাকার সিরাজের ছেলে রাসেল এর বিয়ের অনুষ্ঠান হয় । দুইটি অনুষ্ঠানেই গান-বাজনা,সাউন্ড বক্স ব্যবহার করা হয়নি। এতে খুশি হয়ে স্থানীয় জাগিদার বাড়ি জামে মসজিদের ইমাম ওমর ফারুক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবির ফরাজী, মুসুল্লি আজাদ মাঝি দুই পরিবারের মাঝে পবিত্র কুরআন শরীফ তুলে দিয়েছেন।
উপহার পাওয়া জাকির হোসেন জানান,গান-বাজনা,সাউন্ড বক্সে এলাকার মানুষের সমস্যা হবে। তা ছাড়া আমাদের বাড়ির পাশে মসজিদ। তাই ছেলে-মেয়েরা বাজাতে চাইলেও আমি বাজাতে দেইনি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবির ফরাজী বলেন, এখন বিয়েসাদী হলে বক্স বাজিয়ে এলাকার মানুষের ঘুম নষ্ট হয়, মসজিদে নামাজের সমস্যা হয়। সেই বিষয় চিন্তা করে আমাদের এলাকায় দুই বিয়ে বাড়িতে গান-বাজনা,সাউন্ড বক্স না বাজানোর কারনে আজ পবিত্র কুরআন উপহার দিয়েছি। এতে দুই পরিবার খুশি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal