খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর পক্ষ থেকে মাহে রমজানে উপলক্ষ্যে পুলিশ সদস্যদের মাঝে সেহেরী ও খেজুর বিতরন করা হয়।
বুধবার ১২ মার্চ ভোর রাতে জেলা পুলিশ লাইন্স মেসে পুলিশ সদস্যদের জন্য উন্নত সেহেরীর সুব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপারের নিজ উদ্যোগে জেলার পুলিশ লাইন্সের মেসে উন্নত মানের চাল, ডাল, মাছ, মাংস ও সবজির সরবরাহ নিশ্চিত করেন।
এছাড়াও গতকাল মঙ্গলবার পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার নিজ অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলার সকল পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে সুককারী খেজুর বিতরণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।
পুলিশ সুপারের সামগ্রিক কার্যক্রমের সার্বিক তদারকি ও সুষ্ঠ বণ্টণের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার(এসএএফ)।